আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সেরা ধনী ব্যক্তি, টেসলা সংস্থার সিইও ইলন মাস্কের গার্লফ্রেন্ড কানাডীয় পপ গায়িকা গ্রাইমস কোভিড পজিটিভ হয়ে বেশ উপভোগ করছেন। কোভিডে আক্রান্ত হওয়ার পরই তাঁর অভিজ্ঞতাকে শেয়ার করতে ইনস্টাগ্রামে এমনটাই লিখেছেন এই গায়িকা।
তিনি লেখেন, ‘অবশেষে কোভিডে আক্রান্ত হয়েছি। ২০২১-এ কোভিডের এই উপসর্গকে বেশ উপভোগ করছি’।
সম্প্রতি এক সন্তানের জন্ম দিয়েছেন গ্রাইমস। নিজের আক্রান্ত হওয়ার খবর জানালেও, তাঁর সন্তান এবং ইলনের কোভিড হয়েছে কি না সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি।
গত সপ্তাহেই ‘মিস অ্যানথ্রোপোসিন’ নামে তাঁর গানের একটি নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে। গ্রাইমসের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অগণিত অনুরাগী তাঁর সুস্থতা কামনা করেছেন।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ইলন। কোভিড পরীক্ষা নিয়ে মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছিলেন তিনি। কোভিড পরীক্ষার বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলেও দাবি করেন। কোভিড নিয়ে তাঁর উদাসীন মনোভাবের জন্যও সমালোচনার মুখে পড়তে হয় ইলনকে। শুধু তাই নয়, টিকা বেরলেও তিনি তা নেবেন না বলেও জানিয়েছিলেন ইলন।সূত্র: আনন্দবাজার