হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির করেনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, সংসদ সদস্য মো. আবু জাহিরের শরীরে করোনার কোনো লক্ষণ নেই। তিনি বিদেশে যাওয়ার জন্য সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।
জানা গেছে, বর্তমান করোনা পরিস্থিতিতে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন এমপি মো. আবু জাহির। ছুটেছেন অসহায় দরিদ্র মানুষের দ্বারে দ্বারে। দিয়ে চলেছেন সরকারি সহায়তা। পূজায়ও ছুটেছেন মন্দিরে মন্দিরে। দিয়েছেন সহায়তা। করোনায় তাকে থামিয়ে রাখতে পারেনি। অবশেষে নিজেই করোনা আক্রান্ত হয়েছেন।
তার একান্ত ব্যক্তিগত সহকারী সুদ্বীপ দাশ জানান, বুধবার এমপি মো. আবু জাহিরের আমেরিকা যাওয়ার কথা ছিল। এ লক্ষ্যে তিনি কোভিড পরীক্ষা করতে দিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ এসেছে। দুয়েক দিনের মধ্যে হয়তো আবার তিনি নমুনা পরীক্ষা করাবেন।