ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ (৪৭) মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজধানীর বাড্ডার এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৭ মার্চ থেকে এম জেড হাসপাতালের আইসিইউতে ছিলেন তানভীর পারভেজ। শনিবার সকালে তিনি মারা যান। আজ বাদ জোহর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা হবে।
সিলেটের সন্তান ব্যারিস্টার তানভীর পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি লন্ডনে বার-এট-ল করেন।
সুপ্রিমকোর্টে আইন পেশার পাশাপাশি ভূঁইয়া একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইন বিষয়ে শিক্ষকতা করতেন তানভীর পারভেজ। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।