নিজস্ব প্রতিবেদক : মাতৃত্বকালীন ভাতা ও কর্মজীবী ল্যাক্টেটিং মায়েদের জন্য মাগুরায় তিন দিনব্যাপী হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার প্রধান অতিথি হিসেবে রোববার (৩ জানুয়ারি) মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত মাগুরা পৌরসভা এলাকায় এই হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নারী ও শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে সচিব কাজী রওশন আক্তার বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিশ লাখ দুস্থ, অসহায় নারী ও শিশুদের ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা ও কর্মজীবী ল্যাক্টেটিং মা ভাতা ও পুষ্টিকর চাল দিয়েছে।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু।