কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
কাউখালীতে গত মঙ্গলবার ভোরে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী পিতা পুত্রকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
আটককৃতরা হল উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে আলম হাওলাদার(৫০), এবং আলম হাওলাদারের ছেলে নছিম হাওলাদার ওরফে রেজাউল (২০)।
তাদের কাছ থেকে রান্না ঘরের পাশে মাটির বাঙ্কার ভিতর থেকে ৩টি টিনের জের ভিতর হতে ১০ লক্ষ টাকা মূল্যের ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের মাদক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।