শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয়ে সৌরভ মন্ডলকে সভাপতি ও জাকারিয়া হাসান রিয়াদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীপুর উপজেলার অর্ন্তগত ৫নং কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদ উর্ত্তীণ বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটি গঠন করেন।
