ডেস্ক রিপোর্ট: রাজধানীর কাকরাইল মোড়ে রাস্তা পরিষ্কার করার সময় মাইক্রোবাসের ধাক্কায় নবী হোসেন (৪৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত নবী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মো. জাহের মিয়ার ছেলে। তিনি রমনা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।