দৈনিক আজকের সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিড়া সংগঠক কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোক জানালো জাতীয় সংসদ।
রবিবার (৩ সেপ্টেম্বর) চলতি একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের শুরুর দিনে সংসদে শোক প্রস্তাব তোলা হয়। সম্প্রতি মৃত্যুবরণকারী চলতি সংসদের সদস্য আব্দুল কুদ্দুস, রেবেকা মমিন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ সাবেক একাধিক সংসদ সদস্য ও দেশ-বিদেশের বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব তোলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদে সর্বসম্মক্রমে গ্রহণ করা হয়।
এর আগে শোকপ্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। শোক প্রস্তাবের ওপর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখেন। চলতি সংসদের কোনও সদস্য মারা গেলে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। পরে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।
সংসদে শোক জানানো বিশিষ্টজনের মধ্যে সংসদ সদস্য (যশোর-৩) কাজী নাবিল আহমেদের পিতা অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ক্রিড়া সংগঠক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদও রয়েছেন।
কাজী শাহেদ আহমেদ গত ২৮ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার জন্ম ১৯৪০ সালের ৭ নভেম্বর, যশোরে। প্রকৌশলে লেখাপড়ার পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন ছিলেন তিনি।
কাজী শাহেদ আহমেদ ১৯৭৯ সালে জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করেন। এর মধ্য দিয়ে তার ব্যবসায়িক জীবন শুরু হয়। ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ছিলেন কাজী শাহেদ আহমেদ। নিজের নামে একটি ফাউন্ডেশনও করেছেন তিনি।
কাজী শাহেদ আহমেদ লেখালেখিও করেছেন। ভৈরব, দাঁতে কাটা পেনসিল, অপেক্ষাসহ বেশ কয়েকটি উপন্যাস রয়েছে তার। ‘জীবনের শিলালিপি’ নামে একটি আত্মজীবনী রয়েছে কাজী শাহেদ আহমেদের।