কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
আসুন কাজ করি মানবতার সেবায় এই স্লোগানকে সামনে রেখে দেশী ও প্রবাসী বন্ধুদের গঠিত সংগঠন ‘প্রত্যাশা ফাউন্ডেশন’ গাজীপুরের কাপাসিয়ায় অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে উন্নতমানের ৫০টি কম্বল বিতরণ করেছে। গত রোববার বিকালে প্রত্যাশা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপজেলার তরগাঁও ইউনিয়নের চিনাডুলি বাঘিয়া গ্রামে গিয়ে তাদের হাতে কম্বল গুলি তুলে দেন।
প্রত্যাশা ফাউন্ডেশনের দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের আর্থিক সহায়তায় শিশু কানন কিন্ডারগার্টেন মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুফিয়া বেগম, এম আর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবুল, জাহাঙ্গীর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্প্রতি গঠিত ‘প্রত্যাশা ফাউন্ডেশন সমাজের গরীব দুঃখী ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, গরীব শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, মসজিদ ও মাদরাসায় অনুদান, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদানের লক্ষ্যে দেশ-বিদেশে অবস্থানরত এলাকার সমমনা বন্ধুরা ‘আসুন কাজ করি মানবতার সেবায়’ এই স্লোগানকে সামনে রেখে ‘প্রত্যাশা ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যে তাদের বিভিন্ন সহায়তা প্রদানে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।