তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ “কিন্নরী” তে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, তরুণরাই পারবে একটি আগামী সুন্দর বাংলাদেশ বির্নিমান করতে। তারুণ্যের শক্তি কখনো বৃথা যায়না।
উপজেলা প্রকৌশলী মো: মনিরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা। এতে কাপ্তাইয়ের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন