পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ফ্রেন্ডশিপ হস্তশিল্প প্রদর্শনীয় বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার কম্প্রিয়েনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে আজ সোমবার ১৭ (মার্চ) দুপুর ১১ টায় কেপিএম গেট এলাকায় এর শুভ উদ্বোধন করা হয়।
খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হস্ত শিল্প প্রদর্শনীয় ও বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। এ সময় প্রধান অতিথি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর গ্রামীন হস্তশিল্পের উন্নয়নে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে খুবই স্বল্প সুধে ঋণ বিতরণ করে কর্মসংস্থানের ব্যবস্থানে সহযোগিতা করে আসছে। আজকের এই ফ্রেন্ডশিপ হস্তশিল্প উদ্বোধনের মাধ্যমে কাপ্তাই উপজেলায় নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।
এসময় খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা: প্রবীর খিয়াং বলেন,আমরা নারীদের কর্মসংস্থানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি,তারই অংশ হিসাবে আজকে আমরা এই অজপাড়া এলাকায় ফ্রেন্ডশিপ হস্ত শিল্পের শুভ উদ্বোধন করলাম যাকে এখানকার উদ্যোক্তা নারীরা এখানে তাদের তৈরি কৃত জিনিসপত্র বিক্রয় করিতে পারবে। তিনি আরো বলেন,আমরা মনে করি এটা নারীদের স্বাবলম্বী হইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কম্প্রিয়েনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন নারী সমিতির সভানেত্রীগণ,গণমাধ্যম কর্মী,এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।