পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে সাত দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার কাপ্তাইয়ের শীলছড়ি মহিলা যুব উদ্যোক্তা কেন্দ্রে এ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সাংবাদিক এম বাবুল, উপজেলা যুব উন্নয়ন অফিসের মোজাম্মেল হোসেন প্রমুখ । রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা প্রদান করা হয়।
এই সময় যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, আজকের যুব মহিলারা হাঁস মুরগি পালনে আগ্রহী হয়ে তারা প্রশিক্ষণ এসেছে, তাদের উদ্দেশ্যে আমার আহ্বান তারা হাঁস মুরগি পালন করে তাদের আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে অতিথিগণ প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা বিতরণ করেন।