জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি বিভিন্ন মান দন্ডের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করে থাকেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসার কমিটির সদস্য সচিব এর দায়িত্ব পালন করে থাকেন।
এদিকে কাপ্তাই উপজেলা পর্যায়ে চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।
অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক মংসুইছাইন মারমা বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা সবসময় আন্তরিকতার সাথে ক্লাসে পাঠদান করে থাকেন। আশা করছি আমাদের সাফল্য অব্যাহত থাকবে।