সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি  এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা শেখ হাসিনার মৃত্যুদণ্ড সাবেক আইজিপি মামুনের পাঁচ বছর কারাদণ্ড সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড কর্ণফুলী পেপার মিলস্ শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং অনুষ্টিত দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিসংযোগ নওগাঁ- ২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শাহজাদপুরে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগের বিধান বাতিলের প্রতিবাদে মানববন্ধন  শেরপুরে ব্যানারে  সাবেক হুইপের ছবি  দিয়ে গভীর রাতে  আঃলীগের ঝটিকা মশাল মিছিল আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ভাসানীর ৪৯’তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভান্ডারিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়াইনঘাট গহড়া গ্রামে সম্প্রীতি ও ঐতিহ্যের নবান্ন উৎসব উদযাপন কমিউনিটি ব্যাংক ও সি পার্ল হসপিটালিটি গ্রুপের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর ব্রিজ ভেঙে পরায় নদী পারাপারে চরম দুর্ভোগ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অটো চালকের লাশ ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পাইকগাছায় শীতের শুরুতেই কদর বেড়েছে পুরনো গরম কাপড়ের গাজীপুরের গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই দুই সন্দিগ্ধকে ধরে ফেলল র‌্যাব আত্রাইয়ে গ্রামীণফোনের টাকা ছিনতাই মামলা ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার পাইকগাছায় বর্জ্য দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশ উন্নয়নে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কালিগঞ্জ বিএনপি নেতা ফারুকের ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বগুড়া-১ আসনে ধানের শীষে ভোট চেয়ে কাজী রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা রদবদল নারায়ণগঞ্জে প্রার্থী পরিবর্তনের দাবীতে মহানগর বিএনপি’র সংবাদ সম্মেলন সরওয়ার জামাল নিজামের প্রোগ্রামে মানুষের ঢল গুটিকয়েক চাঁদাবাজের বিরোধিতা সত্ত্বেও বিএনপি সমর্থকদের উচ্ছ্বাস

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের শুভ উদ্ধোধন

এম বাবুল,কাপ্তাই (রাঙ্গামাটি)
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন

হাসপাতাল তৈরীর পরে এবার প্রথমবারের মতো কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটারের শুভ উদ্ধোধন করা হয়েছে। দীর্ঘ বছর পর কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটারে সিজার ও সাধারণ অপারেশন কার্যক্রম।

উদ্বোধনের সঙ্গে সঙ্গেই প্রথম সিজার করা হয় বৈবাহিক জীবনের দুইটি সন্তান মৃত প্রসব হওয়া মা তৃতীয় সন্তানের মা হতে যাওয়া প্রসূতি ইম্রাচিং মারমা (২৫)। সিজারের মেয়ে সন্তানের মা হয়েছেন তিনি। আজ বুধবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১২টায় হাসপাতালের অপারেশন থিয়েটারটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। উদ্ধোধন করার সময় নির্বাহী কর্মকর্তা বলেন, আমি অত্যন্ত আনন্দিত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ হতে অপারেশন থিয়েটারের কার্য়ক্রম চালু হওয়াতে, এতে করে কাপ্তাইবাসী সহ পার্শ্ববর্তী উপজেলার দরিদ্র জনগোষ্ঠী ও যেকোন মানুষ সেবা নিতে পারবেন।

এই সময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুইহলা অং মারমা, গাইনী কন্সালটেন্ট ডা.তফিকুর নাহার মুনা, এ্যানেসথেসিয়া ডা.হোসাইনুল করিম মামুন, আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ আফতাব উদ্দীন, মেডিকেল অফিসার ওমর ফারুক রনি সহ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায়, চাকুয়া পাড়া মংসিং মারমা ও ইম্রাচিং মারমা’র মেয়ে সন্তান আজ সিজারের মাধ্যমে সুস্থ প্রসব করা হয়।

০৬ নভেম্বর বুধবার থেকে শুরু হওয়া এ অপারেশন কার্যক্রম চলবে এবং গর্ভবতী মায়েদের সিজারের পাশাপাশি অপারেশন হবে অন্যান্য ছোট খাটো রোগীদের। হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে দীর্ঘকাল ধরেই এ সরকারি হাসপাতালের সিজারসহ সকল অপারেশন কার্যক্রম করা যায়নি। তাই এখন থেকে নামমাত্র সরকারি স্বল্প খরচে সিজারসহ অন্যান্য অপারেশন সেবা নিতে পারবেন হাসপাতালে আসা সাধারণ রোগীরা।

এ হাসপাতালে প্রথম রোগীর সিজার করা চিকিৎসক তফিকুর নাহার মুনা (গাইনী কন্সালটেন্ট) বলেন, দীর্ঘ সময়ের পর কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই প্রথম অপারেশন কার্যক্রম চালু হল। ফলে দূর দূরান্ত থেকে আসা গরিব ও অসহায় রোগীদের জরুরি সেবা নিতে পারবেন। এখন থেকে বিভিন্ন অপারেশন সেবাও নেওয়া যাবে । ডা: তফিকুর নাহার মুনা আরও বলেন, সকলের সফল প্রচেষ্টায় আজ ০৬ নভেম্বর বুধবার চালু হওয়া ওটিতে প্রথমবার সিজার করেছি, আমাদের কাছে ভীষণ আনন্দের এবং চিকিৎসক হিসেবে আমাদের সার্থকতা। আপনাদের সহযোগিতায় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেন রোগীদের সার্বক্ষণিক সেবা দিয়ে যেতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমা বলেন, দীর্ঘ ৪২ বছর পরে হলেও আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু করতে পেরেছি। এটি কাপ্তাইবাসীর জন্য আনন্দের খবর।

এখন থেকে সিজারসহ সাধারণ অপারেশন চালু থাকবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হাসপাতালের সকলকে বিশেষ করে চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, আয়া, ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতা কর্মী ও রোগীদের। সকলের সহযোগিতা পেলে আমাদের এ অপারেশন কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখতে পারবো। বুধবার সকালে প্রথম যার সিজার হয়েছে তিনি মেয়ে সন্তানের মা হয়েছেন।

মা ও সন্তান দুইজনই সুস্থ রয়েছেন। তিনি আরও বলেন,কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটি শুধু উপজেলা ব্যাপী নয় এখানে পার্শ্ববর্তী উপজেলার সংযোগ স্থল। তাই এখানে অপারেশন কার্যক্রম সার্বক্ষণিক চালু রাখা অতীব জরুরি। এ অপারেশন কার্যক্রম যেন সার্বক্ষণিক চালু রাখতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।


এই বিভাগের আরো খবর