পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত ১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। কাপ্তাই থানার এএসআই রবিউল আলম,এ এস আই আলাউদ্দিন ও এ এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম জেলার লোহাগড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর সাজা-৪৪৪/২১ এবং বন সিআর সাজা-১২/১৭(দ) পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সোহেলকে আটক করে। আটককৃত সোহেল কাপ্তাই নতুন বাজার এলাকার ৪ নং ওয়ার্ডের শাহাদাতের ছেলে। কাপ্তাই থানার অফিসার ইন- চার্জ (ওসি) মোঃ মাসুদ জানান, আজ ভোর রাতে তাকে লোহাগড়া থেকে আটক করা হয়। ওসি আরো জানান,আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।