রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে দুই আসামীকে আটক করা হয়েছে। আসামীরা হলেন, মোঃ শাহীনুর আলম প্রকাশ শাহিন(৩৫), পিতা-মোসলেহ উদ্দিন,কেপিএম এলাকা (৭নং লাইন সিনেমা হল এলাকা), ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এবং আব্দুল্লাহ ইবনে ইউসুফ(২১), পিতা-মোঃ ইউসুফ, নতুন বাজার (রাজধানী ক্লাবের পাশে) , ৪ নং কাপ্তাই ইউনিয়ন, উপজেলা – কাপ্তাই।
থানার ওসি মো মাসুদ জানান,আজ রবিবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায় থানার এসআই দীপংকর কুমার শীল সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কেপিএম এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা রয়েছে। মামলা নং- ০৬, তারিখ- ২৬/১০/২৪।
ওসি জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে রবিবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।