নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় র্যাবের অভিযানে ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। শনিবার র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, গত শুক্রবার রাত ৮টায় সিপিসি-৩, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে তারু মিয়া (৪০), আতাউর রহমান (৩৮), দুলাল (৩৯), ইয়াসীন (২৭), শাহআলম (৩৫), তায়েব আলী (৩৯), মিলন (৪৫) ও বিল্লাল হোসেন (২৫)। তাদের কাছ থেকে ৪টি মুঠোফোন, একটি হিসাব সংরক্ষণের কাজে ব্যবহৃত খাতা, ১০৭ পিস কার্ড (তাস) এবং নগদ ৫৮২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
