নিজস্ব প্রতিবেদক : অস্ত্র-গোলাবারুদসহ রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলো- ইকবাল, সোহেল হোসেন ওরফে মামুন, আরিফ হোসেন ওরফে অপু, শেখ আহমেদ হোসেন ওরফে মুন্না, হাই দারুল ইসলাম ওরফে সোহেল।
র্যাব জানিয়েছে, রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পিস্তলের এক রাউন্ড গুলি, দুটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড তাজা অ্যামুনেশন, দুটি স্টেইনলেস স্টিলের চাকু এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছে, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য। বিভিন্ন সময়ে তারা এইসব অস্ত্র ব্যবহার করে যানবাহন থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা এবং মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় অস্ত্র মামলা এবং ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।