কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : দেশ বরেন্য পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ভাগ্নে ও কালকিনি উপজেলার ডাসার এলাকার কৃতিসন্তান সৈয়দ কামরুজ্জামান জামানকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার রাতে সৈয়দ আতাহার আলী মাদ্রাসার মাঠে স্থানীয় মুক্তিযোদ্ধা ও ডাসার এলাকাবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা তাকে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার হাকিম তালুকদার, নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভুতী ভুষন বাড়ৈ, অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউদ্দিন তালুকদার, ডাসার থানা আওয়ামীলীগের সহসভাপতি রশিদ শেখ, সৈয়দ খোকন, ইউপি সদস্য মফেজ, কবি ও সাহিত্যিক প্রবীর সরকার, মোঃ জাহিদ, মোঃ শহিদ, সৈয়দ খোকন ও সৈয়দ আজিম প্রমুখ।
