কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে নছিমনের ধাক্কায় রেজাউল করিম বারেক মুন্সি (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে।
বুধবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। সে পৌর এলাকার পূয়ালী গ্রামের মুন্সি রফিজউদ্দিনের ছেলে ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথীর চাচা। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা রেজাউল করিম বারেক একটি মোটরসাইকেল যোগে তার ব্যক্তিগত কাজে নিজ বাড়ি হতে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে যান। কিন্তু উপজেলার বালীগ্রাম এলাকার ধুলগ্রাম নামকস্থানে পৌছলে সামনে থেকে এসে বেপরোয়া একটি নছিমন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া পথে সে মারা যায়। এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষনিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।