টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত জননেতা বেনজির আহমেদ টিটো।
গতকাল (২৯ সেপ্টেম্বর) রবিবার সন্ধ্যায় কালিহাতী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময়ে প্রেসক্লাব সভাপতি রন্জন কৃষ্ণ পন্ডিতসহ সিনিয়র সাংবাদিক ও অধিকাংশ সদস্য ওই অনুষ্ঠানে যোগদেননি বলে নিশ্চিত হওয়া গেছে।
জানাযায়,ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের রাস্ট্র সংস্কারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারের পথধরে কালিহাতী প্রেসক্লাবে ঘাপটিমেরে থাকা পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের দালাল মুক্ত প্রেসক্লাব সংস্কারের দাবীতে কালিহাতী প্রেসক্লাবের সদস্যরা সোচ্চার রয়েছেন ।
এই সময়ে কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত আওয়ামী দালাল খ্যাত কথিত সাংবাদিক শাহআলম ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল্লার আত্মীয় ও আওয়ামী দালাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টনের প্ররোচনায় বেনজির আহমেদ টিটো ওই মতবিনিময় সভার আয়োজন করায় সাংবাদিকরা বিক্ষুব্ধ হয়ে মতবিনিময় সভা বর্জন করেছেন।
এবিষয়ে, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক, রশিদ আহাম্মদ আব্বাসী বলেন,ছাতজনতার আন্দোলনের ফলে দীর্ঘদিনের অপশাসন ও স্বৈরাচার মুক্ত আমরা একটি নতুন বাংলাদেশ পেলেও কালিহাতী প্রেসক্লাব দালাল মুক্ত হয় নাই। দীর্ঘদিনের স্বৈরশাসকের দোসরদের পাচাটা দালাল কথিত সাংবাদিকদের সাথে আমরা একসাথে বসতে পারিনা বলেই আমরা টিটো সাহেবের মতবিনিময় সভায় উপস্থিত থাকিনি।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিহাতী উপজেলা শাখা ত্রিধারায় বিভক্ত, একাংশের নেতৃত্ব দেন, লুৎফর রহমান মতিন, একঅংশে হালিম ইন্জিনিয়ার, প্রফেসর আব্দুল আওয়াল,অপরাংশে বেনজির আহমেদ টিটো।