কিশোরগঞ্জে র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে উনপঞ্চাশ কেজি ৫০০ পাঁচশত গ্রাম মাদকদ্রব্য গাঁজা চার পিস ইয়াবা একটি ট্রাক গাড়ী সহ তিনজন জন মাদক ব্যবসায়ী আটক।
শুক্রবার ৩ অক্টোবর রাতে সদর থানার চৌদ্দশত বাজার এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে।
আটক রাজিব দাশ (২৬) হবিগঞ্জ জেলার দক্ষিন ডুবাঐ রনু দাশের ছেলে মোঃ কাউছার আজম্মদ সাগর(৩১) আদিত্যপুর এলাকার বাদশা মিয়ার ছেলে
তপন চন্দ দেব(৪০) রঘু রামপুর এলাকার রবিন্দ্র চন্দ্র দেবের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তিতে জানান কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে সদর থানা চৌদ্দশত বোর্ড ভৈরব টু কিশোরগঞ্জগামী মহা সড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে উনপঞ্চাশ কেজি পাঁচশত গ্রাম মাদকদ্রব্য গাঁজা চার পিস ইয়াবা ট্যাবলেট একটি ট্রাক ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি টি মোবাইল ফোন নগদ ৩৯০০ টাকা সহ তাদের আটক করা হয়।
কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।