বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় দুর্বৃত্তরা শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সকল প্রতিমা ভেঙ্গে ফেলেছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর জরুরি বৈঠক করেছে জেলা প্রশাসন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দুর্গা প্রতিমা বানানোর কাজ চলছিল। গত ভোর রাতে কে বা কারা আখড়ার দেয়াল টপকে ভেতরে ঢুকে দুর্গা, কার্তিক, গনেশসহ সবগুলো প্রতিমা ভেঙ্গে ফেলে। খবর পেয়ে সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল করেছে। কিশোরগঞ্জের এই আখড়াটিতে প্রথমবারের মতো দুর্গার প্রতিমা বানিয়ে পূজার আয়োজন করা হচ্ছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ জানান, কিশোরগঞ্জে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। এটি দুর্বৃত্তদের কাজ। পূজার আগ মূহুর্তে যারা এ রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ হাছান মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসক ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশপাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ
ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের ছাড় দেয়া হবেনা। এবার কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ৩৯৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।