কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে করোনা ও ডেঙ্গু সচেতনতায় কিশোরগঞ্জকে এগিয়ে রাখতে চায় জেলা স্বাস্থ্য বিভাগ। সেই লক্ষ্যে করোনা ভাইরাস ও ডেঙ্গু বিষয়ে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছেন সিভিল সার্জন। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. হেলাল উদ্দিন। করোনাভাইরাস ও ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। এসময় করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। ডেঙ্গু প্রতিরোধে দিনের বেলায় ঘরে ঘুমাতে গেলে মশারী ব্যবহার এবং বাড়ির আঙ্গিনা ও ছাদের জল জমাতে না দেওয়াসহ প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান তিনি। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, প্রাথমিক স্টেজে প্রতিটি জেলায় করোনার ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশক্রমেই বন্টন করা হবে। প্রথম টিকাদানের প্রথম ডোজের পরবর্তী ২ মাস পরেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর আওতায় রয়েছে স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারী ও ১ম শ্রেণীর সম্মুখ যোদ্ধারা এবং দ্বিতীয় ধাপে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিরা (ডায়াবেটিস, হৃদরোগ আক্রান্ত ব্যক্তিবর্গ)। ১৮ বছরের নিচে ব্যক্তিরা এ টিকার আওতায় থাকবে না।
