কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে র্যাব-১৪ পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত রোববার দুপুরে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৮০০ গ্রাম সহ মোঃ জয়নাল মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার মো. জয়নাল মিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকালসেও এলাকার মোঃ সিদ্দিকুর রহমানের পুত্র। তার কাছ থেকে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, নগদ এক হাজার টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়। অপর দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাইকুরদিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, নগদ ৪৫০ টাকা ও ২টি মোবাইলসহ মোঃ শাহিন (২৬) ও মোঃ সাকিবকে (১৮) গ্রেফতার করা হয়। মোঃ শাহিন করিমগঞ্জ উপজেলার সিদলাপার এলাকার আঃ জালালের পুত্র ও মোঃ সাকিব একই গ্রামের মোঃ জামাল উদ্দিনের পুত্র। র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, আসামিদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

১০২ বছরে গৌরবময় ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ। জ্ঞান আহরণ ও বিতরণের গৌরবময় ইতিহাস নিয়ে ১০২ বছরে পদার্পণ করলো দেশের