কিশোরগঞ্জে পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যায় সাড়া প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উদযাপন হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে সোমবার ৬ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: মাহমুদুল ইসলাম তালুদকদার (পিপিএম)। অনুষ্ঠানটি পরিচালনা করে নির্বাহী প্রকৌশলী মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর।