কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিমী কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোঃ নূরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এতে ২ শতাধিক মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
