কিশোরগঞ্জ প্রতিনিধি :
আসন্ন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে মেয়র প্রার্থী শফিকুল গনি ঢালী লিমনের সমর্থনে এক বিশাল শোভাযাত্রা বের হয়। বুধবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এ শোভাযাত্রা করেন। শোভাযাত্রা শুরু হওয়ার আগে নাচে গানে মুখরিত ছিল পুরাতন স্টেডিয়াম। শোভাযাত্রাটি ১০-১৫ হাজার লোক নিয়ে পুরাতন স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হারুয়া চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে শফিকুল গনি ঢালী লিমন সাংবাদিকদের বলেন, ঐতিহাসিক পৌরসভা হিসেবে গন্য কিশোরগঞ্জ পৌরসভা। নাগরিক সেবার মান বৃদ্ধি করে একটি মডেল পৌরসভা গড়ার জন্যই আমি মেয়র প্রার্থী হয়েছি। আশা করি জয় নিয়েই ঘরে ফিরব।
