কিশোরগঞ্জের র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটক করেছে । আজ শুক্রবার রাতে কিশোরগঞ্জ জেলার সদর চৌদ্দশত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মুর্শিদ মিয়া (৬০) চৌদ্দশত এলাকার হাছেন আলীর ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তিতে জানান কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে চৌদ্দশত এলাকায় অভিযান চালিয়ে ৩ বছর দশ হাজার টাকা অর্থদন্ড অনাথায় ০২ মাসের কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করে।
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইননুগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।