কিশোরগঞ্জ প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আসমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম। আরও বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি খালেদা ফেন্সী, জিন্নাত আক্তার রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মাছুমা আক্তার, দপ্তর সম্পাদক ডা. রুবি ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার রুনা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহফুজা আরা পলক, শ্রম সম্পাদক মনোয়ারা বেগম জলি, ধর্ম বিষয়ক সম্পাদক দেলোয়ারা বেগম, সদস্য এ্যাড. জেসমিন আরা মনি, খালেদা বেগম, গীতা রানী ঘোষ প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
