নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখানে চাঞ্চল্যকর সোহাগ হত্যার প্রধান আসামী রাসেল এবং হৃদয় নামে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তার দুইজনই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। আজ মঙ্গলবার ভোরে, আসামীদের দক্ষিণখান এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ সকালে রাজধানীর কাওরানবাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। তারা আরো জানায়, আটককৃতরা উত্তরার কিশোর গ্যাং দি বসের অন্যতম সদস্য। এর আগেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত ছিল তারা। তাদের ব্যাপারে নিয়মিত আইনি ব্যবস্থাসহ মামলা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি খ্রিস্টানপাড়ায় রিকশার চাকা থেকে কাদা ছিটকে গায়ে পড়ায় এক রিকশাচালককে বকাঝকা ও মারধর করে কিশোর দুর্বৃত্তরা। তাই দেখে প্রতিবাদ করেন কলেজছাত্র সোহাগ। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর দুর্বৃত্তদের একজন সোহাগের পেটে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে উত্তরা নর্দার্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের বড় ভাই মেহেদী হাসান সাগর বাদী হয়ে উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মাহবুবুল ইসলাম রাসেল ওরফে কাটার রাসেল, হৃদয়, সাদ (২০), সাব্বির হোসেন (২০) ও সানি (২১) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করা হয়।
নিহত সোহাগ রাজধানীর উত্তরখান এলাকায় স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। করোনায় এইচএসসি পরীক্ষা না হওয়ায় টঙ্গীতে দুলাভাইয়ের শুঁটকির ব্যবসায় সহযোগিতা করছিলেন তিনি।