শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ইং উপলক্ষে আজ ২৮ নভেম্বর রোজ আজ বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় কুমিল্লা স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
আগামীকাল ২৯ নভেম্বর সকালে ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে উপস্থাপন ও ক্রীড়ার মাধ্যমে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে বিএনপির জেলা ও মহানগর কমিটির তত্ত্বাবধানে সকল বিভাগে টি-টুয়ান্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
গত ১০ই নভেম্বর রাজশাহী বিভাগের খেলা বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শুভ উদ্ধোধনের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়। কুমিল্লা বিভাগের খেলা আগামী ২৯ই নভেম্বর রোজ শুক্রবার সকাল ১০:০০ টায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর সবুজ দল। কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা লাল দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করবে। দুই দলে স্থানীয় ও জাতীয় পর্যায়ের খেলোয়ার অংশ গ্রহণ করবে। কুমিল্লাবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করার আহবান জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থাপনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ ইউসুফ মোল্লা টিপু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।