কুড়িগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বে গতকাল শনিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভা অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা চাষী এম এ করিম, শেখ বাবুল, ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ, সাইদ হাসান লোবান, রুহুল আমিন দুলাল, সম্ভাব্য মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান সাজু উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় সাবেক সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।