বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। কেউ চাঁদাবাজি, দখলদারি করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন।
শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করতে এসে সহস্রাধিক নেতা-কর্মী ও জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা দীর্ঘ পনেরো-ষোলো বছর লড়াই করেছি। হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আপনাদের মধ্যে খুব কম লোক আছে যাদের বিরুদ্ধে মামলা হয়নি। আপনারা মামলা খেয়ে কোর্টে যেতে যেতে অস্থির হয়ে গেছেন। সেই অস্থিরের অবসান হয়েছে। অবসানের এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে জনগণের কাছ থেকে বিজয় নিয়ে আসতে পারি, তাহলে আমরা সফল হবো। আপনাদের মনে রাখতে হবে আমাদের এই বিজয় ছাত্র-জনতার বিজয়। এই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। বিভিন্ন পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। যদি কাউকে দেখেন চাঁদাবাজি করছে, দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দিবেন অথবা আর্মিতে দিয়ে দিবেন। এ ব্যাপারে আমাদের কোনো সুপারিশ থাকবে না। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র বিশ-বাইশ দিন হয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য আমরা তাদেরকে সময় দিতে হবে। আগেভাগে বেশি কথা বলা ঠিক হবে না।
এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন প্রমুখ। এসময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল নাঙ্গলকোট উপজেলা আয়োজিত বিএনপির সমাবেশে বক্তব্য দেন।