কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির ২০২৫-২০২৬ইং সালের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৯জানুয়ারি বুধবার সন্ধা ৭ থেকে রাত ৯ টা পর্যন্ত সমিতি কার্যালয়ে একটানা ভোট গ্রহনের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।
এতে সংগঠনের পূর্বেকার কার্যনির্বাহী পরিষদের ৩০ জন সদস্য স্বত:স্ফুর্ত অংগ্রহন করে ব্যালটের মাধ্যমে নিজ নিজ ভোট প্রদান করেন। নির্বাচনে ৩০ ভোটের মধ্যে ২৮ ভোট পেয়ে সংগঠনের সাবেক সভাপতি হাজী সৈয়দ আবুল হোসেন খোকন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সমপরিমান ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো.ইউসুফ আলী।
অপরদিকে ২২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.শাহ-আলম ফরাজী।
উল্লেখ্য, কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন। যেখানে কেবলমাত্র কেরাণীগঞ্জে বসবাসরত পটুয়াখালী জেলার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন সদস্য হয়ে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসীর বিভিন্ন ধরনের সেবায় আত্ম নিয়োগ করে থাকেন।