কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর জেলার কেশবপুর উপজেলায় থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাওন হোসেনকে (৩২) আটক করেছে। থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফজলে রাব্বী পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বসুন্তিয়া এলাকা থেকে রামকৃষ্ণপুর গ্রামের ইয়াছিন গাজীর ছেলে মাদক ব্যবসায়ী শাওন হোসেনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়। এঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে সকালে যশোর আদালতে প্রেরণ হয়েছে।
