কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর জেলার কেশবপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আবু শারাফ সাদেক অটিটোরিয়মে এ অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য যশোর ৯০ কেশবপুর ৬ আসনের এমপি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার রুহুল আমীন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিপু প্রমুখ।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এড. আবু বকর সিদ্দিকী,আজিজুর রহমান ও শ্যামল সরকারকে সম্মামনা ক্রেস্ট দিয়ে তাদের সম্মানিত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।