সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা শেখ হাসিনার মৃত্যুদণ্ড সাবেক আইজিপি মামুনের পাঁচ বছর কারাদণ্ড সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড কর্ণফুলী পেপার মিলস্ শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং অনুষ্টিত দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিসংযোগ নওগাঁ- ২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শাহজাদপুরে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগের বিধান বাতিলের প্রতিবাদে মানববন্ধন  শেরপুরে ব্যানারে  সাবেক হুইপের ছবি  দিয়ে গভীর রাতে  আঃলীগের ঝটিকা মশাল মিছিল আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ভাসানীর ৪৯’তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভান্ডারিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়াইনঘাট গহড়া গ্রামে সম্প্রীতি ও ঐতিহ্যের নবান্ন উৎসব উদযাপন কমিউনিটি ব্যাংক ও সি পার্ল হসপিটালিটি গ্রুপের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর ব্রিজ ভেঙে পরায় নদী পারাপারে চরম দুর্ভোগ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অটো চালকের লাশ ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পাইকগাছায় শীতের শুরুতেই কদর বেড়েছে পুরনো গরম কাপড়ের গাজীপুরের গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই দুই সন্দিগ্ধকে ধরে ফেলল র‌্যাব আত্রাইয়ে গ্রামীণফোনের টাকা ছিনতাই মামলা ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার পাইকগাছায় বর্জ্য দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশ উন্নয়নে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কালিগঞ্জ বিএনপি নেতা ফারুকের ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বগুড়া-১ আসনে ধানের শীষে ভোট চেয়ে কাজী রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা রদবদল নারায়ণগঞ্জে প্রার্থী পরিবর্তনের দাবীতে মহানগর বিএনপি’র সংবাদ সম্মেলন সরওয়ার জামাল নিজামের প্রোগ্রামে মানুষের ঢল গুটিকয়েক চাঁদাবাজের বিরোধিতা সত্ত্বেও বিএনপি সমর্থকদের উচ্ছ্বাস বোয়ালখালীতে বেসিক কোর্স সম্পন্ন: সুশৃঙ্খল জাতি গঠনে স্কাউটদের ভূমিকা অনন্য: কানিজ ফাতেমা

কোরআনের বর্ণনায় মহানবী (সা.)-এর গুণাবলি

অনলাইন ডেস্ক :
বুধবার, ৭ মে, ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অন্যান্য ডেস্ক : ইতিহাস মাঝে মাঝে এমন কিছু আলোকবর্তিকা জ্বেলে দেয়, যা কেবল একটি যুগ নয়—সমগ্র মানবজাতির জন্য হয়ে ওঠে দিকনির্দেশক। আসমান থেকে ঝরে পড়া মানবিক আদর্শময় এক অনন্য আলোর নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ (সা.)। যার চরিত্র, যাঁর জীবন এবং যাঁর হৃদয়ের কোমলতা পবিত্র কোরআনের আয়নায় উদ্ভাসিত হয়ে প্রস্ফুটিত হয়েছে এক পূর্ণাঙ্গ মানবিক প্রতিমূর্তিতে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আপনি তো নিশ্চয়ই এক মহান চরিত্রের অধিকারী।’ (সুরা : আল-কলম, আয়াত : ৪)

এ আয়াত এক ঐশী স্বীকৃতি, যেখানে নববী চরিত্রকে শুধু প্রশংসা নয়, মানবজাতির সর্বোচ্চ নৈতিক শিখর হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ছিলেন এমন এক মানুষ, যাঁর জীবনের প্রতিটি ধাপে ছিল মানবিকতার প্রশান্ত সৌরভ, সহনশীলতার প্রশান্ত ছায়া, আর সত্যের অনড় দীপ্তি।

কোরআনের আয়নায় চরিত্রের উপাখ্যান

১. সত্য ও আস্থার প্রতীক : জন্ম থেকে নবুয়তের পূর্ব পর্যন্ত দীর্ঘ ৪০ বছর মানুষ তাঁকে চিনেছে ‘আল-আমিন’ নামে, যার অর্থ বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য। কোরআনও এই আস্থার প্রতি ইঙ্গিত করে বলছে—‘আপনার সহচর কখনো বিভ্রান্ত হননি, পথভ্রষ্টও হননি।’ (সুরা : আন-নাজম, আয়াত : ২) তিনি ছিলেন মহান রবের বার্তাবাহক, কিন্তু অনুপম চরিত্র ও মাধুর্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মানবিকতার দূতরূপেও।

২. দয়ার প্রতিমূর্তি : কোরআন তাঁকে উপস্থাপন করে সমগ্র বিশ্বজগতের জন্য এক ‘রহমত’ হিসেবে—‘আর আমি আপনাকে পাঠিয়েছি বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ।’ (সুরা : আল-আম্বিয়া, আয়াত : ১০৭) তাঁর দয়ার মাত্রা এতটাই উদার ছিল যে যারা তাঁকে পাথর মেরেছে, গালি দিয়েছে, তাদের জন্যও তিনি দোয়া করেছেন—‘হে আল্লাহ! আমার কওমকে হেদায়েত দাও, তারা জানে না।’ (মুসলিম, হাদিস : ১৭৯০)

৩. ক্ষমাশীলতার অনন্য উদাহরণ : মক্কা বিজয়ের দিনে প্রতিশোধের সব পথ তাঁর জন্য খোলা ছিল।
অথচ তিনি বলেন, ‘আজ তোমাদের প্রতি কোনো গঞ্জনা নেই; তোমরা মুক্ত।’ (ইবনে হিশাম : ২/৪১২)
মানবিকতার সব লেভেল গুঁড়িয়ে দিয়ে অবর্ণনীয় জুলুম করা গোষ্ঠীর ওপর বিজয়ী হওয়ার পরও এমন চারিত্রিক পরাকাষ্ঠা প্রদর্শন শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়, কলম দিয়ে ব্যাখ্যা করা যায় না।

৪. নম্রতা ও সহানুভূতির ছায়া : তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, সেনাপতি, বিচারক, শিক্ষক, বন্ধু ও পিতা—কিন্তু অহংকার তাঁর চেহারায় কখনো ঠাঁই পায়নি। আল্লাহ বলেন, ‘মুমিনদের প্রতি তিনি অত্যন্ত সহানুভূতিশীল ও দয়ালু।’ (সুরা : তাওবা, আয়াত : ১২৮)

তিনি এতটাই বিনম্র ছিলেন যে গৃহকর্মীর কাজেও হাত লাগাতেন, দরিদ্র-অসহায়দের পাশে দাঁড়াতেন, সবাই মনে করত তিনি তাদেরই একজন।

এককথায় বলতে পারি মহানবী (সা.)-এর চরিত্র এক জীবন্ত কোরআন। আয়েশা (রা.) যখন তাঁর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসিত হলেন, তিনি বলেন, ‘তাঁর চরিত্র ছিল কোরআন।’ (সহিহ মুসলিম)

তাঁর সারাটা জীবন ছিল কোরআনের জীবনঘনিষ্ঠ অনুবাদ। পবিত্র কোরআনে বারবার তাঁর অনুসরণের কথা বলা হয়েছে, কারণ তিনি কোনো কল্পিত পুরাণ নন, তিনি ছিলেন আমাদের মতো একজন মানুষ, যিনি জীবনযুদ্ধের মাঠে থেকেও থেকেছেন অনন্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ।’ (সুরা : আহজাব, আয়াত : ২১)

আজকের আধুনিক সভ্যতায় নৈতিকতা যেখানে ক্ষীণ, সম্পর্কের বন্ধন শিথিল আর মানুষ হারিয়ে ফেলছে মানবিক মূল্যবোধ—সেখানে মুহাম্মদ (সা.)-এর জীবন আমাদের জন্য হয়ে উঠতে পারে এক জীবন্ত দিশারি। আল্লাহ আমাদের সবাইকে নববী আদর্শে জীবনাচারের তাওফিক দান করুন আমিন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর