এভারটনকে হারিয়ে ক্যারাবাও কাপের সেমি ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতের ম্যাচে শেষ মুহুর্তের দুই গোলে এভারটনের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
ম্যাচের শুরুতে থেকেই আধিপত্য বিস্তার করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের ঠিকানা খুঁজে পায়নি অতিথিরা। তবে ম্যাচের ৮৮তম মিনিটে এডিনসন কাভানির গোলে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
আর ম্যাচের অতিরিক্ত সময়ে মার্কাস রাশফোর্ডের পাশে গোল করে ম্যানচেস্টারের ২-০ গোলের জয় নিশ্চিত করেন মার্শিয়াল।
এই জয়ে ক্যারাবাও কাপের সেমি ফাইনালে উঠলো রেড ডেভিলরা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।