গজারিয়া উপজেলায় কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ১১ টার সময় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ-ই এগারো কর্মকর্তা কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি কোহিনুর আক্তার এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনসুর আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মকর্তা মো: আমানুল্লাহ, দারিদ্র্য বিমোচনকর্মকর্তা মো: মনির হোসেন, এলজিইডির প্রকৌশলী মো: সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু সাঈদ মল্লিক, উপজেলা ভেটেনারি কর্মকর্তা, উপজেলা নির্বাচন কমিশনার মমিনুর জাহান উপজেলা তথ্য আপা, উপজেলা হিসাবরক্ষক আশরাফুল আলম, মহিলা বিষয় কর্মকর্তা, গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়ন, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক গাজী মাহমুদ পারভেজ সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ।
যাদের বদলিজনিত বিদায় সম্বর্ধনা প্রদান করা হয় তারা হলেন ডা. মোঃ আতাউর রহমান ভূইয়া, ইকবাল হোসন, মোঃ লিটন মিয়া, মোঃ আরিফ জামিল ফারুকী, আবুল কালাম মোহাম্মদ মাহবুব উল্লাহ, মোঃ আব্দুল কাদির মিয়া, মোহাম্মদ শহীদুল ইসলাম, এস.এম ফজলে রাব্বি।
এসময় বিদায়ী কর্মকর্তারা তাদের বর্নিল কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক পর্যায়ে তারা সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বিদায়ী কর্মকর্তাদের সামনের অনাগত দিন গুলোর জন্য এবং তাদের পরিবার ও পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান।