ঢাকা প্রতিদিন অনলাইন || আজ শুক্রবার (২০ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকরা গণকমিশনের এই তৎপরতা নিয়ে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই। তারা যদি এর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
১১৬ জন আলেম ও ধর্মীয় বক্তা এবং এক হাজার মাদরাসার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে একটি শ্বেতপত্র জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত গণকমিশন। দেশের সর্বস্তরের আলেম-ওলামারা এর তীব্র প্রতিবাদ করছেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও গণকমিশনের এমন প্রয়াসের বিরোধিতা করলেন।
শ্বেতপত্রে উল্লিখিত ১১৬ জন আলেমকে ‘ধর্ম ব্যবসায়ী’ বলে আখ্যা দিয়েছে গণকমিশন। এছাড়া এক হাজার মাদরাসার তালিকা জমা দেওয়া হয়েছে দুদকে, মাদরাসাগুলোতে জঙ্গী তৈরি করা হয় বলে অভিযোগ গণকমিশনের। এই কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ।
কেআর