গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পটুয়াখলী জেলার গলাচিপা উপজেলায় তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখলী জেলার গলাচিপা উপজেলা ঈমাম পরিষদের আয়োজনে শনিবার সকাল ১০টায় বিভিন্ন ইসলামিক সংগঠন, মাওলানা ঈমাম ও ধর্ম প্রান প্রায় ১০ হাজার মুসলিম ঊম্মার প্রতিনিধিরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে। গলাচিপার জৈনপুরি খানকা থেকে সমাবেশ শেষে গলাচিপা পৌরসদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে সমাপ্তি করে। বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্টের বিচার দাবিসহ দেশের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং সব পণ্য সামগ্রী বর্জনের দাবি জানায়। পরে বিক্ষোভকারীরা ফ্র্যান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকায় অগ্নি সংযোগ করে। সমাবেশে বক্তব্য দেন ঈমাম পরিষদের সভাপতি ও গলাচিপা কেন্দ্রীয় মস্জিদের পেশ ঈমাম মাওলানা মো. হাজী অলিউল্লাহ্। পুলিশ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা জোরদার করে।
