ঢাকা প্রতিদিন প্রতিবেদক : মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আলগামন চালক নিহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত আলগামন উল্টে চালক আব্দুল আজিজ মোল্লা (৪০) নিহত হয়। বৃহস্পতিবার সকাল ৭ টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী বাজারের অদুরে এ ঘটনা ঘটে। আলগামন চালক আব্দুল আজিজ মোল্লা মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।
বামন্দী ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা পরিদর্শক রুবেল রানা বলেন, রোড ডিভাইডারের সাথে স্যালো ইঞ্জিন চালিত আলগামনের ধাক্কা লেগে চালক আব্দুল আজিজ মোল্লা আহত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ফারুক হোসেন বলেন, আব্দুল আজিজ মোল্লাকে হাসপাতালের নেয়ার পূর্বেই সে মারা গেছে।
মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়ন পরিষদ সদস্য ও রামনগর গ্রামের বাসিন্দা মো: সিরাজুল ইসলাম জানান, আলগামন চালক আব্দুল আজিজ মোল্লা টাইলস নিতে কুষ্টিয়া যাওয়ার পথে বামন্দী এলাকায় দূর্ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন,দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকাপ্রতিদিন/এআর