গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, গাজীপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিয়ান আশরাফ নিলয়, নেতৃবৃন্দের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা করেন।
এ সময় দেশের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে অহেতুক ভয়-ভীতি প্রদর্শন করে যারা সমাজে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তাদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন। সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।