গীতিকার সুহেল খাঁনের ৩৫ তম জন্মদিন গত (১২ মে) রোজ রবিবার সন্ধ্যা ৮: ৩০ মিনিটের সময় মৌলভীবাজার সদর উপজেলা শেরপুর বাজার রসমেলা শোরুমে অনুষ্ঠিত হয়। উক্ত জন্মদিন উদযাপন করেন গীতিকার সুহেল খাঁনের ভক্ত ছোট ভাই শেখ মোঃ সবজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, “দৈনিক সমকাল” পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি জনাব নুরুল ইসলাম, “দৈনিক ভোরের আওয়াজ” পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস ছামাদ, “দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকার মৌলভীবাজার সদর প্রতিনিধি মোঃ রিপন মিয়া, “দৈনিক আলোকিত সকাল” পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ফাহাদ আহমদ, “দৈনিক ঢাকা প্রতিদিনের” নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জুয়েল আহমদ, মোঃ পিলু আহমদ, অলিউর রহমান, কামরান আহমদ সহ আরো অনেক।
তবে জন্ম দিনের এই কেক কাটার অনুষ্ঠানে গীতিকার সুহেল খাঁনের পরিবারের কেউ ছিলেন না। শেখ মোঃ সবজুল হক বলেন সুহেল খাঁন একজন ভালো গীতিকার। সাংস্কৃতিক অঙ্গন থেকে আমার সাথে উনার পরিচয় আর সেই পরিচয় থেকে ভাইয়ের সাথে ভালো একটি সম্পর্ক গড়ে উঠে। উনি একজন ভালো শিল্পী তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে অবস্থান করছেন।
কিন্তু আজ উনি দেশে না থাকা সত্ত্বেও কেক কেটে সবাইকে নিয়ে উনার জন্মদিন পালন করেছি। আমি উনাকে প্রেরণা মনে করি তাই উনার জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। দোয়া করি মহান আল্লাহ পাক যেন জন্মদিন উপলক্ষে গীতিকার সুহেল ভাইকে দীর্ঘায়ু দান করেন।