নোয়াখালী প্রতিনিধি: বেগমগঞ্জে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রধান আসামি বাদলকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
সোমবার (৫ অক্টোবর) রাতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী।
এর আগে রোববার রাতে বাদলকে র্যাব ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাদলকে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে জানা গেছে।
রোববার রাত ১ টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করে। এই মামলায় গ্রেফতারকৃত অপর ২ আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।