গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ৩৬ হাজার ডোজ করোনাভাইরাস টিকা পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারী থেকে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্টার করে এই করোনার টিকা দেয়া হবে বলে সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানিয়েছেন। তিনি আরো জানান, এখন চলছে তালিকা তৈরীর কাজ। প্রাথমিক পর্যায়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মিদেরকে এবং পরে পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদেরকে এই টিকা দেয়া হবে। টিকাদান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলার প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজন টিকা প্রদান কর্মী ও চারজন স্বেচ্ছাসেবক নিয়ে টিম গঠন করা হয়েছে।
গত ২৯ জানুয়ারী জেলা ইপিআই ভবনে কোভিড-১৯ ভ্যাকসিন রিসিভিং কমিটি তিনটি কার্টুনে এ ভ্যাকসিন বুঝে নেন। পরবর্তীতে গোপালগঞ্জ ইপিআই সেন্টারে টিকাগুলো সংরক্ষণ করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(হেড কোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান ও ডাঃ এস,এম, সাকিবুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৬শ’ টি এ্যামপল এসেছে। এসব এ্যামপল দিয়ে ৩৬ হাজার লোককে ভ্যাকসিন দেয়া যাবে।
