গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে বেলা ১১টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা.এসএম সাকিবুর রহমান, সিনিয়র হেলথ এডুকেশন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- জেলা প্রেসক্লাবের মহাসচিব ও ইউএনবির জেলা প্রতিনিধি সৈয়দ মিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেস’র মো. আলীমুজ্জামান, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলী, বাংলা টিভির জেলা প্রতিনিধি মো. আকবর হোসেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি নুতন শেখ, সিএনএন টিভির জেলা প্রতিনিধি আমিনুজ্জামান রিপন প্রমুখ। সিভিল সার্জন বলেন, গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে প্রচারণা চালানো হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ভয়াবহ কভিড-১৯ বা ডেঙ্গু প্রতিরোধে সম্ভাব্য সব কিছু করার উদ্যোগ রয়েছে আমাদের। সার্বিক কর্মকান্ড পরিচালনায় আমরা মিডিয়ার সহায়তা কামনা করি।
