গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে সুবিধা বঞ্চিত শতাধিক শীতার্ত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ”স্বচ্ছতায়” স্বাস্থ্যবিধি মেনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি কাজী জিন্নাত আলী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
পরে সুবিধা বঞ্চিত প্রায় শতাধিক নারীর মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়। বিসিএস উইমেন নেটওয়ার্কের অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরন করে জেলা প্রশাসন।
