গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মধুমতি নদীতে বালুবাহী ট্রলার ডুবিতে ২ জন নিখোঁজ হয়েছে। গতকাল রোববার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি নদীর তালা ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে গোপালগঞ্জ এবং খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
পুলিশ ও ফায়ার সার্ভিসের উপপরিচালক মোঃ জানে আলম বলেন, গতকাল রাতে নড়াইল জেলার বড়দিয়া থেকে বালু বোঝাই করে এমবি শেখ পরিবহন নামে একটি ট্রলার গোপালগঞ্জের তালা ঘাটে এসে নোঙ্গর করে রাখে। পরে গতকাল রোববার ভোর রাতে অতিরিক্ত বালু বোঝাইয়ের কারনে ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা মো: রিপন চৌকিদার (২৩) ও বেলাল পাটোয়ারী (৩৩) নামে ২ শ্রমিক নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এর ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। নিখোঁজ রিপন চৌকিদার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গনি চৌকিদেরর ছেলে ও বেলাল পাটোয়ারী একই এলাকার শাজাহান পাটোয়ারীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি।